এবার মাঠে নেমে পড়লেন কিম জং উন (Kim Jong Un)। উত্তর কোরিয়ার (North Korea) রাষ্ট্রনেতা কাঁদা ভেঙে মাঠে নেমে পড়েন। ফসলের দেখভাল করতে নিজে মাঠে নেমে পড়েন কিম। সঙ্গে অবশ্যই নিরাপত্তারক্ষীদের নিয়ে। কিম কখনও একা ঘোরেন না। সব সময় তাঁকে ঘিরে থাকে নিরাপত্তারক্ষীদের একটি দল। এবারও সেই ছবিই দেখা গেল। যেখানে কিম জং উনকে দেখা যায়, চাষের মাঠে নেমে পসলের পর্যনাবেক্ষণ করছেন।
এমনকী মাঠ থেকে ফসল নিজের হাতে তুলে, তা মুখে দিয়েও দেখেন কিং জং উন। কিমের সেই ভিডিয়ো বর্তমানে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈছকের পর চিনে হাজির হন কিম জং উন। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রসিডেন্ট শি জনপিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। পুতিন-শি-কিমের সেই ভিডিয়ো এবং ছবি নিয়ে পশ্চিমী দুনিয়া তোলপাড় হয়ে যায়।
আর এবার চিন থেকে ফিরে উত্তর কোরিয়ার মাঠে নেমে পড়লেন কিম জং উন। দেখুন সেই ভিডিয়ো...
Supreme Leader Kim Jong Un 🇰🇵, knee-deep in his nation’s fields, personally inspecting the crops pic.twitter.com/ftqmXXpkPN
— Leandro Romão 🇵🇹 (@leandroOnX) September 11, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)