ইজরায়েল ও প্যালেস্টাইন সংঘর্ষের মাঝে গাজায় আটকে থাকা প্যালেস্তিনিয় জনগণের কাছে আর এক মুহুর্ত দেরি না করে মৌলিক খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (The International Court of Justice) সর্বসম্মতভাবে ইজরায়েলকে নির্দেশ দিয়েছে। বিশ্ব আদালত বলেছে যে গাজায় থাকা প্যালেস্তিনিয়দের জীবনযাত্রা খুবই খারাপ অবস্থার মুখোমুখি হচ্ছে। খাদ্যের অভাবে দুর্ভিক্ষ ও অনাহার ছড়িয়ে পড়ছে। সেইসব পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের তরফে এই আদেশটি আসে।
২০২৪ এর জানুয়ারিতে বিশ্ব আদালত ইজরায়েলকে নির্দেশ দিয়েছিল যে জেনোসাইড কনভেনশনের আওতায় পড়তে পারে এমন কোনও কাজ থেকে বিরত থাকতে এবং তাদের সৈন্যরা যাতে গাজায় প্যালেস্তিনিয়দের বিরুদ্ধে কোনও গণহত্যামূলক কাজ না করে তা নিশ্চিত করতে। তারপরেও হামলার ঘটনা ঘটায় ও তাতে সাধারণ মানুষ আক্রান্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকা ওই সংঘর্ষের প্রেক্ষিতে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার অংশ হিসাবে নতুন পদক্ষেপের জন্য অনুরোধ করেছিল।
#TheHague : The International Court of Justice (@CIJ_ICJ) has unanimously ordered Israel to take all the necessary and effective actions to ensure basic food supplies arrive without delay to the Palestinian population in #Gaza. pic.twitter.com/kRqfKAdi8U
— All India Radio News (@airnewsalerts) September 28, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)