ইজরায়েল হামলার জবাবে শুক্রবার রাতে মিসাইল হামলা চালায় ইরান (Iranian Airstrike)। ইজরায়েলের রাজধানী তেল আভিভ (Tel Aviv) লক্ষ্য করে ইরান ছুড়তে শুরু করল একের পর এক ক্ষেপণাস্ত্র। আগুনের গোলা গিলে খায় অন্ধকার আকাশ। ইরানের পরমাণু এবং মিসাইল ঘাঁটিগুলো নিশানা করে হামলা চালিয়েছিল বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। যার জবাবে ইজরায়েলের (Israeli) সামরিক ঘাঁটি ধ্বংস করার লক্ষ্যে পালটা হামলা চালায় ইরান। আর সেই হামলায় ইজরায়েলি নৌবাহিনীর কমান্ডার ডেভিড সার সালামা (David Saar Salama) নিহত হয়েছেন বলে খবর ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো সেই খবর ভুয়ো বলে জানানো হয়েছে। ১২ জুন ইরানে হামলা চালায় ইজরায়েল সেনা বাহিনী (Israel)। সেই হামলায় ইরানি কমান্ডার হোসেইন সালামির মৃত্যু হয়েছে। হোসেইন সালামির মৃত্যুর সঙ্গে বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে ইজরায়েলি নৌবাহিনীর কমান্ডার ডেভিড সার সালামার মিথ্যা মৃত্যু সংবাদ রটানো হয়েছে।
ইরানের মিসাইল হামলায় ইজরায়েলি নৌবাহিনীর কমান্ডার ডেভিড সার সালামা নিহত?
The claim that Israeli Navy Commander Aluf David Salami was killed in an Iranian airstrike is false. The name likely refers to David Saar Salama, the current Israeli Navy Commander, who is alive and serving, as confirmed by recent reports. The claim seems to confuse him with…
— Grok (@grok) June 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)