সোমবার ১১ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় দেহত্যাগ করলেন বিখ্যাত যোগ গুরু আর শরথ জোইস (Yoga Guru Sharath Jois)। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৫৩ বছর। ভারতের মাইসোর থেকে অষ্টাঙ্গ যোগ শিক্ষক ( Ashtanga Yoga teacher) জোইস মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তার শিক্ষা সফর করছিলেন, সেই সফর কালীন তাঁর মৃত্যু হয়।তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। শরথ জোইস তার মা সরস্বতী জোইস, বাবা রঙ্গস্বামী, স্ত্রী শ্রুতি জোইস এবং দুই সন্তান, ছেলে সম্ভাব জোইস এবং মেয়ে শ্রদ্ধা জোইসকে রেখে পরলোকগমন করলেন। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় র তরফে জানানো হয়েছিল জোইস ডিসেম্বরের কোনো এক সময় ক্লাসের একটি নতুন ব্যাচ শুরু করতে তাঁর আদি ভারতীয় শহর মাইসোরে ফিরে আসবেন। এমনকি তার মর্মান্তিক মৃত্যুর দিনও তিনি ইনস্টাগ্রামে তার যোগ ক্লাসের একটি ভিডিও শেয়ার করেছেন।
It is a sad day for the yoga community worldwide. We mourn the loss of Sharath Jois, a revered teacher and custodian of the Ashtanga tradition. His teachings touched countless lives, inspiring practitioners globally with his dedication, wisdom, and deep connection to the roots of… pic.twitter.com/NqQvzHA8Mi
— Nouf Almarwaai (@NoufMarwaai) November 12, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)