আবারও বর্ণ বিদ্বেষ। এবার কানাডায় (Canada)  হামলা চালানো হল এক ভারতীয়র (Indian) উপর। ম্যাকডোনাল্ডসের আউটলেটে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির উপর হঠাৎ করে সাদা চামড়ার এক ব্যক্তি হামলা চালায়। প্রথমে ওই ভারতীয়কে ধাক্কা দেওয়া হয়। তারপর মার মুখো হয়ে ওই ভারতীয়র উপর ঝাঁপিয়ে পড়ে কানাডিয়ান। যা দেখে আশপাশের কোনও মানুষকে কিছু বলতে দেখা যায়নি। উলটে এক ব্যক্তিকে দেখা যায়, হাসি মুখে সেখানে দাঁড়িয়ে তামাশা দেখতে। অন্য কোনও ব্যক্তিকে দেখা যায়নি, ওই ভারতীয়র কাছে হাজির হয়ে, তাঁকে রক্ষা করতে।

শেষে ম্যাকডোনাল্ডসের এক কর্মীকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর তিনিই সাদা চামড়ার ওই ব্যক্তিকে আউটলেট থেকে বের করে দেন বুঝিয়ে সুঝিয়ে। ভারতীয়র সঙ্গে কেন এই ধরনের ব্যবহার করা হল, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।

দেখুন ভারতীয়র উপর কীভাবে হামলা চালাল কানাডিয়ান...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)