মধুচন্দ্রিমায় মার্ডার! ছবির চেয়েও বেশী সুন্দর দ্বীপ হাওয়াইয়ের কচ্ছপ দ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নবদম্পতি। সালটা ছিল ২০২২। ৩৮ বছরের ব্র্যাডলি রবার্ট ডাওসন কচ্ছপ দ্বীপে হানিমুনে গিয়ে খুন করেছিলেন তাঁর স্ত্রী ৩৪ বছরের ক্রিস্টি চেন-কে। হোটেলে তুমুল ঝগড়ার পর স্ত্রী-কে মাথায় আঘাত করে খুন করার পর সেই ব্যক্তি বোটে চড়ে পালিয়ে যায়। হোটেলের সিসি টিভি ফুটেজ দেখে ও কর্মীদের জিজ্ঞাসাবাগ চালিয়ে তদন্তকারীর নিশ্চিত হয় নিজের স্ত্রী-কে খুন করে পালায় ব্র্যাডলি। পরে তাকে ধরে ফেলে পুলিশ।
নিজের স্ত্রী হত্যায় দোষী সাব্যস্ত হয় মেমফিসের বাসিন্দা ব্র্যাডলি। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হল। ফিজি-তে যাবজ্জীবন কারাদণ্ড হল ১৮ বছরের সশ্রম কারাদণ্ড। এরপর সেই অপরাধীর জেল থেকে ছাড়া পাওয়ায় বিষয়টি নির্ভর করে দেশের প্রেসিডেন্টের ওপর।
হানিমুনে খুন
A man from Memphis, Tennessee, has been sentenced to life in prison for murdering his wife during their honeymoon in Fiji in 2022. https://t.co/TyQTNeY8rd pic.twitter.com/aoLjHUHVaa
— azfamily 3TV CBS 5 (@azfamily) February 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)