মিশিগান স্টেট হাউসে এক ভারতীয়-আমেরিকান-সহ তিন বিধায়ক দীপাবলি ও ঈদের মতো উৎসবকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার জন্য বিল পেশ করেছেন। হাউসে সংখ্যাগরিষ্ঠ ফ্লোর লিডার আব্রাহাম আয়াশ এবং স্টেট প্রতিনিধি রনজীব পুরী এবং শ্যারন ম্যাকডনেল এর নেতৃত্বে মিশিগানে দিওয়ালি, বৈশাখী, ঈদ-উল-ফিতর, ঈদ-উল-আযহা এবং চন্দ্র নববর্ষকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করার জন্য আইন প্রণয়নের জন্য জানানো হয়। পুরী কর্তৃক প্রবর্তিত হাউজ বিল ৪৪৪৬ ও ৪৪৪৯-এ দিওয়ালি ও বৈশাখীকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। মিশিগান হাউসের ডেমোক্র্যাটদের পক্ষ থেকে একটি বিবৃতি বলা হয়েছে, হিন্দুদের ধর্মীয় উৎসব অন্ধকারের ওপর আলোর জয় উদযাপন করে দীপাবলি এবং বৈশাখী একটি বসন্ত ফসলের উৎসব যা হিন্দু এবং শিখ উভয়ই উদযাপন করে।
Bills introduced in #Michigan to recognise Diwali, Eid as official holidays
Read: https://t.co/nhTF3wzi4M
(Representational Image) pic.twitter.com/g1JrBOUd4L
— IANS (@ians_india) April 28, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)