দীপাবলির (Diwali 2024) উৎসব উপলক্ষ্যে IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভুদ গীতা গোপীনাথ ( Gita Gopinath) হাজির হলেন হোয়াইট হাউসে। হ্যান্ডলুমের পিচ রঙের শাড়ি পরে হোয়াইট হাউসে (White House) হাজির হন গীতা গোপীনাথ। শাড়ির সঙ্গে মিলিয়ে হালকা গয়নাও পরেন গীতা। গলায় চোকার এবং কানে ম্যাচিং দুল পরতে দেখা যায় গীতা গোপীনাথকে। সেই সঙ্গে ছিল তাঁর খোলা চুল এবং হালকা চোখের মেকআপ। তবে শাড়ির সঙ্গে কোনও ধরনের টিপ কপালে পরতে দেখা যায়নি গীতা গোপীনাথকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) আমন্ত্রণে সোমবার হোয়াইট হাউসের দীপাবলি অনুষ্ঠানে গীতা গোপীনাথ হাজির হন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভারতীয় বংশোদ্ভুদ গীতা গোপীনাথ। নিজের এক্স হ্যান্ডেলে গীতা গোপীনাথ সোমবারের দীপাবলি অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সেই সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনকেও ধন্যবাদ জানান তিনি।
দেখুন গীতা গোপীনাথের শেয়ার করা ছবি...
Thank you President Biden @POTUS for a warm celebration of Diwali at the @WhiteHouse- celebrating light over darkness and knowledge over ignorance. Happy Diwali! pic.twitter.com/MsJB20x8Oo
— Gita Gopinath (@GitaGopinath) October 29, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)