রিপোর্টিং করতে গিয়ে হঠাৎ কিছু পায়ে বিঁধল। কী হল তা বুঝতে পারেননি, তবে কিছু একটা তাঁর পায়ে লেগেছে। এমনই মনে হতে শুরু করে এক সাংবাদিকের (Journalist)। যিনি রিপোর্টিং শুরু করার পরপরই জলের খানিক গভীরে চলে যান। এরপর জলের নীচেই তাঁর পায়ে কিছু লাগে। তিনি বুঝতে পারেননি, মাছ না কোনও ছোট্ট মেয়ের শরীর (Dead Body) , তাঁর পা ছুঁয়ে চলে যায়। ফলে ক্যামেরা চালু থাকা অবস্থাতেই তিনি খানিক ভড়কে যান। বুঝতে পারছিলেন না কী করবেন। তাই হাত উঁচু করে মাইক নিয়ে এদিক ওদিক ঘুরতে শুরু করেন। এমনই একটি ঘটনায় কার্যত তোলপাড় ব্রাজিল (Brazil)। যেখানে বাকাবলে নদীতে পড়ে গিয়ে এক কিশোরী ভেসে যায়। ওই কিশোরীকে খুঁজতে দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলাকারী দল একসঙ্গে কাজ শুরু করে। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি। ওই কিশোরী হঠাৎ করে কোথায় গেল, সেই রিপোর্টিং করতে যান ব্রাজিলের সংশ্লিষ্ট সাংবাদিক। রিপোর্টিং করতে গিয়ে কিছু অস্বাভাবিক জিনিস তাঁর পা স্পর্শ করে। তিনি বুঝতে পারছিলেন না মাছ না অন্য কিছু রয়েছে জলের তলায়। তাই তিনি ঈষৎ থেমে যান জলের মাঝে। তারপর ক্যামেরার সামনেই বিড়বিড় শুরু করেন। ব্রাজিলের বাকাবল থেকে এমনই একটি শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা দেখে অবাক হয়ে যান বহু মানুষ।
দেখুন সেই ভিডিয়ো যখন জলের নীচে কিছু পায়ে লাগার পর আঁতকে ওঠেন সাংবাদিক...
Brazilian journalist discovers body of missing 12yo girl while filming report about her disappearance pic.twitter.com/73ygG2tGYh
— RT (@RT_com) July 21, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)