শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে ছিল বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের ম্যাচ। শনবিবারের ম্যাচে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয় বাংলাদেশ। তারপরই ক্ষোভ উগরে দিতে শুরু করেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। সীমান্ত পার করে বাংলাদেশের বহু মানুষ কলকাতায় আসেন খেলা দেখতে। কিন্তু কলকাতার মাঠে দেশের পরাজয়ের পর থেকেই রাগে, দুঃখে এবার নিজের গালে জুতো দিয়ে আঘাত করতে দেখা যায় বাংলাদেশের এক নাগরিককে। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো প্রকাশ পেতেই তা ভাইরাল হয়ে যায়। বাংলাদেশের যে নাগরিক ম্যাচের পর নিজের গালে জুতো দিয়ে আঘাত করতে শুরু করেন, তাঁকে ইঙ্গিত করে পালটা মন্তব্য করতে শোনা যায় পড়শি দেশের অন্য এক নাগরিককে। যেখানে সংশ্লিষ্ট ব্যক্তি বলেন,কত কষ্ট করে মানুষ কলকাতায় খেলা দেখতে এসেছেন, অনেকে হোটেলও পাননি বাজেট অনুযায়ী। তারপরও যেভাবে বাংলাদেশ নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়, তা দেখে তাঁদের দেশের মানুষের অনেকেই রাগ, ক্ষোভ ধরে রাখতে পারছেন না। তারই প্রতিক্রিয়া হিসেবে ওই ব্যক্তি এমন ব্যবহার করে বসেন বলে মন্তব্য করেন এক বাংলাদেশি নাগরিক। দেখুন সেই ভিডিয়ো...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)