এই মুহূর্তের সর্বদলীয় প্রতিনিধি দলের সঙ্গে ইন্দোনেশিয়া সফরে রয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সফরে পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের মিথ্যাচারের পর্দাফাঁস করছে কেন্দ্রীয় প্রতিনিথি দল। জাকার্তায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অভিষেক বলেন, "আমরা সকলেই ভারতের প্রতিনিধি হয়ে এসেছি। দেশের অভ্যন্তরে আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকেই। রাজনৈতিক ক্ষেত্রে শাসক দলের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে লড়াই করছি এবং ভবিষ্যতেও করব। কিন্তু যখনই দেশের স্বার্থ আগে আসে, তখন কোনওভাবেই রাজনৈতিক স্বার্থকে উর্ধ্বে রাখব না। আমার দেশের সর্বোত্তম স্বার্থের জন্য আমরা লড়ে যাব। এমন কিছু করব না যা দেশের স্বার্থের বিরুদ্ধে। পাকিস্তান সবসময়ই নিজেদের নিরাপরাধ প্রমাণ করতে চায়। কিন্তু তাঁদের তৈরি হচ্ছে জঙ্গিঘাঁটিগুলি"।

দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)