শুক্রবার আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি তুললেন জুনিয়র চিকিৎসকরা। দীর্ঘ ১১ দিন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করার পর অবশেষে গত বৃহস্পতিবার মুখ্যসচিবের মধ্যস্থতায় কাজে ফেরার কথা নিশ্চিত করেন আন্দোলনরত চিকিৎসকরা। এদিন স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে এই কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা করেন তাঁরা। তবে সিবিআই দফতরের বাইরে সাংবাদিক সম্মলেন চিকিৎসকদের প্রতিনিধি বলেন, "কর্মবিরতি সাময়িক সময়ের জন্য উঠছে। আগামীদিনে সঠিক বিচার না পেলে আবারও তাঁরা আন্দোলনে ফিরবেন বলে হুশিয়ারি দেওয়া হয়। তাঁরা জানান, এই মুহূর্তে বন্যা বিধ্বস্ত এলাকায় মেডিকেল ক্যাম্প করা হবে বলে কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে আমরা সেখানে যাবো। তবে আমরা সুপ্রিম কোর্টের আগামী শুনানির অপেক্ষা রয়েছি। যদি আমরা বিচার না পাই, তাহলে অবশ্যই আবারও প্রতিবাদ শুরু হবে"।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)