কখনও দমকা হাওয়া, কখনও আবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই ঝড়-বৃষ্টির সৌজন্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই মনোরম আবহাওয়া রয়েছে। স্বস্তিদায়ক আবহাওয়া উত্তরবঙ্গেও। কলকাতায় কমেছে তাপমাত্রাও। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গে আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি প্রত্যাশিত ২১ মে পর্যন্ত। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জারি করা হয়েছে সতর্কতাও। পঞ্জাব থেকে পূর্বে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় এই ঝড়বৃষ্টি হচ্ছে।

আগামী ২৪ ঘণ্টায় পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। মঙ্গলবারও দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)