সামাজিক সুরক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক পেরিয়েছে ভারত। আন্তর্জাতিক শ্রম সংস্থার সার্ভে অনুযায়ী দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। বর্তমানে ১৪০ কোটির দেশে ৯৪ কোটি মানুষ সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় আসছে। ২০১৫ সালে যেখানে ১৯ শতাংশ মানুষ এই ধরনের সুবিধা পেতেন, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৪.৩ শতাংশ। এই উল্লেখযোগ্য বৃদ্ধির জন্য ভারত সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। যদিও এই নিয়ে বিরোধীরা অবশ্য নিজের কৃতিত্ব জাহির করতেই ব্যস্ত। বাংলার শাসক দল তৃণমূলের নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বাংলা পথ দেখিয়েছে বলেই ভারত আজ সামাজিক সুরক্ষা ক্ষেত্রে দ্বিতীয়স্থানে উঠে এসেছে। বাংলার কন্যাশ্রী, যুবশ্রী ইত্যাদি প্রকল্পকে অনুসরণ করেই বিভিন্ন রাজ্যে এই ধরণের প্রকল্প চালু হচ্ছে। ফলে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অনস্বীকার্য”।
দেখুন কুণাল ঘোষের বক্তব্য
Kolkata, West Bengal: On India being ranked second in social security by the ILO, TMC leader Kunal Ghosh says, "The biggest contribution in this regard is by Mamata Banerjee" pic.twitter.com/hhGlgUBwft
— IANS (@ians_india) June 30, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)