আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে () মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যু নিয়ে প্রতিবাদে নেমেছে জুনিয়র ডাক্তার, পড়ুয়ারা। সেই সঙ্গে এই নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে বিজেপি নেতৃত্ব। এবার এই নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা শান্তনু সেন। তাঁর দাবি, বিজেপি এই নিয়ে শকুনের রাজনীতি করছে। তবে যুবসমাজের বিক্ষোভ কর্মসূচি সমর্থনযোগ্য। শান্তনু এদিন বলেন, আরজি কর হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মৃতের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তদন্ত চলছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, ছাত্রছাত্রীদের প্রতিবাদ সমর্থনযোগ্য কিন্তু এরজন্য হাসপাতালের চিকিৎসা পরিষেবা যেন থমকে না যায়। রোগীদের যেন চিকিৎসা করা হয়।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)