মঙ্গলবার কসবা থানার (Kasba Police Station) অন্তর্গত ৫০ রাজডাঙা গোল্ড পার্কের একটি আবাসনের তিনতলা থেকে ৩ জনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম সরজিৎ ভট্টাচার্য (৭০), তাঁর স্ত্রী গার্গী ভট্টাচার্য (৬৮) এবং তাঁদের সন্তান আয়ুষ্মান ভট্টাচার্য (৩৮)-এর দেহ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই এই পরিবারের কোনও সদস্যই বাড়ি থেকে বার হচ্ছিলেন না। আর তা দেখে সন্দেহ হয়েছিল প্রতিবেশীদের। তাঁরা পুলিশে খবর দেয়। এর পর ঘটনাস্থলে পৌঁছে কসবা থানার পুলিশ দেখে, বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ।
বহু ডাকাডাকির পরেও কেউ দরজা খুললে তা ভাঙার সিদ্ধান্ত নেয় পুলিশ। দরজা ভেঙে পরিবারের ৩ সদস্যের ঝুলন্ত দেহ (Rajdanga Family Member Dead) দেখতে পান পুলিশকর্মীরা। তড়িঘড়ি সেই দেহগুলি উদ্ধার করা হয়। তিন জনেরই মৃত্যু হয়েছে, নিশ্চিত করেন চিকিৎসক। ইতিমধ্যেই তিনটি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। কসবা থানার তরফে তদন্ত চলছে, এবং ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
Kolkata, West Bengal: 3 members of a family were found hanging in their apartment in Kasba Rajdanga Gold Park. Police broke into the locked flat after neighbors reported no response since morning. A suicide note was recovered. A probe is underway, and the exact cause will be… pic.twitter.com/7lzZPuVERM
— IANS (@ians_india) June 17, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)