ভয়াবহ বন্যা এবং ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Flood)। এই কঠিন সময়ে উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়পাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন সেখানকার মানুষজনের। আশ্বাস দিয়েছেন রাজ্য সরকার দুর্গতদের পাশে সব সময় থাকবে বলে। সেই সঙ্গে মৃতদের পরিবারের একজনকে চাকরি এবং ৫ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণাও করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজেপি নেতারাও উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন দুর্গতদের পাশে দাঁড়াতে। শঙ্কর ঘোষ, খগেন মুর্মুদের পর মঙ্গলবার উত্তরবঙ্গে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতেই কিরণ রিজিজু প্রধানমন্ত্রীর নির্দেশে আজ সকালে উত্তরবঙ্গে এসে পৌঁছন।
উত্তরের মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেককে আহ্বান জানান সাধারণ মানুষ থেকে শুরু করে টলিউড তারকারাও। প্রসেনজির চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব, টলি তারকারা সাধারণ মানুষের পাশে থাকার জন্য প্রত্যেককে আহ্বান জানান।
আর এবার দেবকে (Dev) দেখা গেল একেবারে অন্যরম ভাবে। উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়িয়ে, দুর্গতদের সাহায্য করছেন দেব। শুধু তাই নয়, বিপর্যস্ত মানুষের পাশে টলিউডের অনেক তারকাই দাঁড়াতে চাইছেন বলেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল কংগ্রেসের তারকা, সাংসদ।
দেখুন তৃণমূলের সাংসদ, অভিনেতা দেবের সেই পোস্ট...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)