দেবীপক্ষের সূচনায় বুধবার প্রকাশিত হল জাগোবাংলা উৎসব সংখ্যা (Jago Bangla Utsab Sonkhya 2024) একই সঙ্গে আজ প্রকাশিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম অঞ্জলি (Mamata Bandyopadhyay Pujo Song Album)। যার প্রতিটি গানের কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।গানের সঙ্গীতায়োজন করেছেন কুনাল চক্রবর্ত্তীএবং দেবজ্যোতি বোশ। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে অ্যালবামে গান গেয়েছেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক অদিতি মুন্সি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, দেবজ্যোতি,রাঘব চট্টোপাধ্যায়, নচিকেতা, ঐতিহ্য,সুজয়, তৃষা এবং বাবুল সুপ্রিয় ।নজরুল মঞ্চে জাগো বাংলার শারদ সংখ্যার উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন জাগো বাংলার সম্পাদক শোভনদেব চট্টোপাধ‍্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। নিজের নয়া অ্যালবাম প্রকাশের পরে মুখ্যমন্ত্রী লেখেন, ‘পুজোয় প্রতি বছরের ন্যায় এই বছরেও আমার গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে। এই বছরের অ্যালবামের নাম - অঞ্জলি। কথা এবং সুর আমি নিজে করেছি। গান গেয়েছেন বাংলার গুণী শিল্পীরা।' সেইসঙ্গে সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'পুজোর প্রতিটি মুহূর্ত আপনাদের ভালো কাটুক এবং আনন্দে কাটুক।’

মুখ্যমন্ত্রীর অ্যালবামে কী কী গান আছে?

১) আমার আড়াল আমার আবডালে - শ্রীরাধা।

২) ও বাতাস তোমায় দোলায় - নচিকেতা।

৩) আলোর ভোরে জাগো মাগো - তৃষা।

৪) ঝংকার তুমি নিজেই জানো না - বাবুল।

৫) আমার দৃষ্টির সরোবরে - রাঘব।

৬) ওই সুদূরের দেশে - ঐতিহ্য।

৭) সৃষ্টি এসো ঘুমের ঘোরে - ইন্দ্রনীল।

৮) স্বপ্ন দেখো ফুলের তালে - সুজয়।

৯) আমি শুনেছি প্রভাত পাখির গান - দেবজ্যোতি।

১০) আজ বসন্ত পঞ্চমীতে - অদিতি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)