বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সপ্তাহের শুরুতে দুই দিনের সফরে পশ্চিম মেদিনীপুর (Mamata Bandopadhyay West Medinpur Visit) যাচ্ছেন। আগামী সোমবার (২১ এপ্রিল, ২০২৫) কলকাতা থেকে রওনা হয়ে তিনি মেদিনীপুর সার্কিট হাউসে পৌঁছবেন। ওইদিন সেখানে রাত্রিবাস করে মঙ্গলবার (২২ এপ্রিল) শালবনিতে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণের হাতে তুলে দেওয়া ছাড়াও সেখানে ২ হাজার একর জমির উপরে জিন্দাল শিল্প গোষ্ঠীর (Jindal Group) প্রস্তাবিত ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনি শিলান্যাস করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এছাড়াও ঐদিন তিনি জেলার উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
এই বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকেই বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল (MD Jindal Group Sajjan Jindal)। তিনি জানিয়েছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ৮০০ মেগা ওয়াটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে তারা। এই মর্মে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাদের শিল্পগোষ্ঠী।
২০০৮ সালে এই শালবনিতে হওয়ার কথা ছিল ইস্পাত কারখানা। সাধারণ মানুষের থেকে পাওয়া জমিতে শিলান্যাসও হয়েছিল কারখানার। কিন্তু তা আর তৈরি হয়ে ওঠেনি। ঘরের কাছে চাকরির স্বপ্ন অধরাই থেকে যায় শালবনির বাসিন্দাদের। পরিবর্তে ২০১৮ সাল নাগাদ তৈরি হয় বাংলার বৃহত্তম সিমেন্ট কারখানা। কিন্তু তারপরেও শিল্পের প্রতি টান কমেনি শালবনির। আশা ছিল আরও কিছু তৈরি হবে। এবার নির্বাচনের আগেই সেই স্বপ্নপূরণ করে শালবনি শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎও। ২ হাজার একরের শিল্পতালুক জমিতে গড়ে উঠতে চলেছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)