দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। এই দফায় রাজ্যের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে আগামী ২৬শে এপ্রিল ভোট গ্রহণ।

মনোনয়ন পত্র পরীক্ষার পর তিন আসনে আপাতত প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন ৪৭ জন।এর মধ্যে দার্জিলিং-এ আছেন- ১৪ জন। রায়গঞ্জে বৈধ মনোনয়নের সংখ্যা-২০ এবং বালুরঘাট কেন্দ্রে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে গণ্য হয়েছে।

পশ্চিমবঙ্গ ৫৪৩ লোকসভা আসনের মধ্যে অন্যতম হল দার্জিলিং. এই লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত 7 বিধানসভা কেন্দ্র। দার্জিলিং-র মোট ভোটদাতার সংখ্যা হল ১৬,১১,৩১৭। ২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিল ১২৬৭২৭০. ২০১৯ সালে মোট ৭৮.৬৫% শতাংশ ভোট গৃহিত হয়েছিল। এবার ভূমিপুত্র গোপাল লামাকে প্রার্থী করে তৃণমূল প্রথমেই চমক দিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে। অন্যদিকে ফের তাঁর জেতা আসন ছিনিয়ে আনতে কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন রাজু বিস্তা।

রায়গঞ্জ-র মোট ভোটদাতার সংখ্যা হল ১৬০১২২০।২০১৯ সালে মোট ভোটার সংখ্যা ছিল ১২৭৭১০৯।  2019 সালে মোট ৭৯.৭৬% শতাংশ ভোট গৃহিত হয়েছিল। ২০২৪-এর ভোটে রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে যিনি ২০২১-সালে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন। ২০১৯-এর জয়ী প্রার্থীকে সরিয়ে নতুন প্রার্থী বিজেপির কার্তিক পাল, কংগ্রেসের প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)