কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজকে সামনে রেখে ২৫ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি কলকাতার ময়দান এলাকার কিছু রাস্তা কয়েক ঘণ্টার জন্য যান চলাচলের জন্য বন্ধ রাখা হবে। গতকাল রাত ১০টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার, আজ দুপুর ১টা পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা।
রেড রোড (সাউথ বাউন্ড) এবং রেড রোড (নর্থ বাউন্ড)-এ যানবাহন চলাচল করতে পারবে না। বিকল্প রুটে রেড রোডের জন্য (সাউথ বাউন্ড): আরআর অ্যাভিনিউ - জেএল নেহরু রোড বা আরআর অ্যাভিনিউ - কিংস ওয়ে - স্ট্র্যান্ড রোড এবং রেড রোডের জন্য (নর্থ বাউন্ড): জেএল নেহরু রোড। অন্যদিকে, ২৬ জানুয়ারি সকাল সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিছু রাস্তায় চলবে এই নিষেধাজ্ঞা। বন্ধ থাকবে হাসপাতাল রোড (নর্থ বাউন্ড)। বিকল্প পথে এসিজে বোস রোড বা জেএল নেহরু রোডে চলবে গাড়ি। অধিকন্তু, মৌলালি ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত এজেসি বোস রোড (সাউথ বাউন্ড) বরাবর পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না।
দেখে নিন কলকাতা ট্রাফিক পুলিশের প্রকাশিত রাস্তার তালিকা
Traffic Advisory in connection with Republic Day Parade,2023. pic.twitter.com/RFaw6iHcgi
— DCP Traffic Kolkata (@KPTrafficDept) January 25, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)