কলকাতার বিশেষ কয়েকটি জায়গায় মঙ্গলবার থেকে আগামী দু মাস ১৪৪ ধারা জারি থাকবে। কিন্তু কলকাতা পুলিশ জানাল, খবরটি বিভ্রান্তমূলক। এই খবরটি এদিন সন্ধ্যা নাগাদ সংবাদ সংস্থা এএনআই-য়ের তরফ থেকে প্রকাশ করা হয়। সেই খবরের সূত্র ধরে কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় খবর। লেটেস্টলি বাংলাও এই খবরটিকে এএনআই-য়ের টুইটের মাধ্যমে প্রকাশ করে। আমাদের খবরে লেখা হয়, আগামী ২৮ মে মঙ্গলবার থেকে দু'মাসের জন্য কলকাতার একাধিক এলাকায় জারি হচ্ছে ১৪৪ ধারা।

কিন্তু কলকাতা পুলিশ পরে জানায়, এএনআই-য়ের খবরে প্রথম প্রকাশিত শহরের একাংশের ১৪৪ ধারা জারির খবরটি বিভ্রান্তকর। ডালহৌসি ও ভিক্টোরিয়া হাউস চত্বরে নিয়মিত এই নিয়ম থাকে। এটা নতুন কিছু নয়। প্রতি ২ মাস অন্তর এমন নির্দেশিকা দেওয়া হয়। সঙ্গে এএনআই-কে এমন বিভ্রান্ত খবর না ছড়ানোর অনুরোধও করে কলকাতা পুলিশ।

দেখুন খবরটি

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)