ফের কর্মব্যস্ত সময়ে ফের মেট্রো বিভ্রাট! নেপথ্যে এক মেট্রো যাত্রীর কীর্তি। অভিযোগ, চলন্ত মেট্রোতে প্যাসেঞ্জার অ্যালার্ট ডিভাইস (Passenger Alert Device) টিপে দেন এক যাত্রী। যার জেরে থমকে যায় মেট্রোটি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন যাত্রী ও পুলিশ। কিন্তু কে এই কীর্তি ঘটিয়েছে তা জানা যায়নি। প্রায় সাত-আট মিনিট পর থেকে মেট্রোটি ছাড়ে। তারপর থেকেই দক্ষিণেশ্বরগামী মেট্রোগুলি দেরিতে চলতে শুরু করে। যার জেরে সমস্যায় পড়েন যাত্রীরা।
সকাল ৯টা ৫০ মিনিটের দক্ষিণেশ্বরগামী মেট্রোয় বিভ্রাট ঘটে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রী ভুলবশত মেট্রোর পিএডি টিপে দেন। অ্যালার্ম বেজে ওঠে। বিপদ সংকেত পেয়েই মেট্রো থামিয়ে দেন চালক। ছুটে আসেন নিরাপত্তারক্ষী এবং চালক। কিন্তু কে অ্যালার্ম বাজিয়েছেন তা জানা যায়নি। কোনও বিপদের হদিশও মেলেনি। গোটা প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ৭-৮ মিনিট সময় লেগে যায়। তারপর গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।
ফের বিভ্রাট মেট্রোয়! অফিস টাইমে দুর্ভোগে যাত্রীরা https://t.co/JCI9fuNHkO #ekhonkhobor #MetroRail #IndianRailways #kolkatametro
— Ekhon Khobor (@ekhonkhobor18) June 25, 2025
এই ঘটনায় পিছনের মেট্রোগুলিও দেরিতে চলতে শুরু করে। এক-একটি স্টেশনে প্রায় ২-৩ মিনিট করে দাঁড়াচ্ছিল প্রত্যেকটি মেট্রো, এমনই অভিযোগ যাত্রীদের। কবি সুভাষগামী মেট্রোতেও সমস্যা দেখা দেয়। প্রতি স্টেশনে ভিড় বাড়তে থাকে। সবমিলিয়ে যাত্রীদের ব্যাপক সমস্যায় পড়েন।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)