বর্ষার বৃষ্টিতে জল থইথই করলা নদীতে। আর সেই নদীতেই ভেসে গেলেন ধোপা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরে। নিখোঁজ যুবকের নাম কৃষ্ণ রজক (৪২)। বাড়ি শহরের ১ নম্বর ওয়ার্ড এলাকায়। তাঁর খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে সিভিল ডিফেন্স।

ধোয়ার জন্য নদীর পাড়ে গামলায় জামাকাপড় ছিল। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ কৃষ্ণবাড়ি থেকে নদীর পাড়ে এসে দেখেন, নদীতে জামাকাপড়ের গামলা ভেসে যাচ্ছে। সেটি উদ্ধার করতেই নদীতে নামেন কৃষ্ণ। সাঁতার জানেন না। তার উপর এখন নদীতে স্রোত বেশি। ফলে নদীতে নামামাত্রই তিনি ভেসে যেতে থাকেন। বাঁচাও বাঁচাও বলে কয়েকবার চিৎকার করেন। নদীপাড়ের কয়েকজন সেই চিৎকার শুনে ছুটেও আসেন। কিন্তু তাঁরা নদীতে নামার আগেই ভেসে যান ওই ধোপা। স্থানীয়দের দাবি, জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার দিকে ওই যুবককে ভেসে যেতে দেখা গিয়েছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)