ক্রিকেটে বিশ্ব জয় করেছেন মেয়েরা (India Women's Cricket Team)। মহিলা ক্রিকেট বিশ্বকাপে হরমনপ্রীতদের এই জয় যেন স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল। রবিবার রাতের সেই মহেন্দ্রক্ষণে কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের সঙ্গে এবার এক আসনে বসলেন হরমনপ্রীত কউর।
হরমনপ্রীত (Harmanpreet Kaur), রিচা, দীপ্তিরা যখন বিশ্ব জয় করেছেন, সেই সময় মুখ্যমন্ত্রীর একটি সম্প্রতিক মন্তব্যকে তুলে এনে, তা নিয়ে নানা কটাক্ষ করতে দেখা যায় বেশ কিছু মানুষকে। যা নিয়ে কার্যত ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। হরমনপ্রীতদের জয়ের পর মুখ্যমন্ত্রীর এক সময়ের বক্তব্য নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কটাক্ষ, মন্তব্য উঠে আসতে শুরু করে, সেই সময় মুখ খুললেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
কুণাল ঘোষ বলেন, যাঁরা সোনার মেয়েদের বিশ্ব জয়ের সঙ্গে একটি বিষয়কে জড়িয়ে নিয়ে মন্তব্য করছেন, তাঁরা রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য এসব করছেন। সোনার মেয়েদের বলিং, ফিল্ডিং, ব্যাটিংয়ের সঙ্গে ঝোপঝাড়ে গিয়ে ডেটিং করার কোনও তুলনা হয় না। যাঁরা এই ধরনের মন্তব্য করছেন, তাঁরা নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য রাজনৈতিক ফায়দা তুলতে সোনার মেয়েদের ছোট করছেন বলে মন্তব্য করেন কুণাল ঘোষ।
পাশাপাশি মেয়েদের এই বিশ্ব জয়কে উদযাপন করুন, তার সঙ্গে অন্য কোনও বিষয়কে জড়িয়ে ছোট করবেন না বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে 'যাঁরা রাতের জয় নিয়ে বিকৃত প্রচার করছেন...', এই ক্যাপশন যোগ করে ডান, বাম সব পক্ষকেই কটাক্ষ করেন কুণাল ঘোষ।
মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর ডান, বাম সব পক্ষকে কড়া কটাক্ষ কুণাল ঘোষের...
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)