গঙ্গার ঘাটে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসে প্রতিমা সমেত জলে ডুবে গেল একটি লরি। গতকাল (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর ঘাটে। পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দিতে এসেছিলেন ওই কারখানার ২০-২২ জন শ্রমিক। দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে আসা হয় শিবপুর ঘাটে। সেই সময় গঙ্গায় জোয়ারের টান ছিল। গঙ্গায় জলের উচ্চতাও বেশ ভালোই ছিল। লরিটকে গঙ্গার ঘাটে দাঁড় করানোর সময় পিছনের চাকায় কাঠের টুকরো দিয়ে আটকানো ছিল।তা সত্ত্বেও লরি থেকে প্রতিমা নামানোর সময় লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায়।

এই ঘটনায় শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণ বাঁচাতে তারা লরি থেকে সোজা  গঙ্গায় ঝাঁপ মারে। আচমকা এই ঘটনায় কেউ আহত না হলেও ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ।কিভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখছে তাঁরা। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা করা হচ্ছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)