আজ থেকে বদলে গেল গ্রীন লাইন ২ অর্থাৎ হাওড়া ময়দান থেকে ধর্মতলা মেট্রোর সময়সূচী। আজ থেকে মূলত শেষ ট্রেন ছাড়ার সময় পাল্টাচ্ছে।মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোম থেকে শনিবার সকাল ৭-টার পরিবর্তে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে মেট্রো ছাড়বে ৭-টা ১০ মিনিটে। আবার শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে ৯-৪৫-এর পরিবর্তে ৯-টা ৪৬-এ ছাড়বে।অন্যদিকে, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে শেষ মেট্রো ছাড়বে ৯-টা বেজে ৫৬ মিনিটে। যা আগে ছিল ৯-টা বেজে ৪৫ মিনিট।
রবিবারে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে প্রথম মেট্রো দুপুর ২-১৫-র পরিবর্তে ২-টো ৩০ মিনিটে।শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে যাবে ৯-টা ৪৫-এর পরিবর্তে ৯-টা ৪০-এ এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের দিকে শেষ মেট্রো ৯-টা ৪৫-এর বদলে ৯টা ৫০ মিনিটে ছাড়বে।
Modified #Metro timings on #GreenLine2 from 08.09.2024 pic.twitter.com/NdNjsAmnEP
— Metro Railway Kolkata (@metrorailwaykol) September 7, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)