কালিগঞ্জ বিধানসভা উপ নির্বাচনের ফল প্রকাশ চলাকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আগুন লাগে।আগুন লাগার খবর পাওয়ার পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা , উপ মুখ্য নির্বাচনী আধিকারিকরা সহ সব কর্মীরা অফিস থেকে নিরাপদে বেরিয়ে আসেন।

সোমবার উপনির্বাচনের ভোটগণনার সময়েই কলকাতায় নির্বাচন কমিশনের দফতরে আগুন লাগে। অগ্নিকান্ডের পরে তড়িঘড়ি নীচে নামিয়ে আনা হয় কর্মী-আধিকারিকদের। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের দোতলায় ডেটা সেন্টারে আগুন লাগে। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনে নবম রাউন্ডের গণনার শেষে তৃণমূল প্রার্থী পেয়েছেন ৪২ হাজার ৩৪৮, বিজেপি ১৮ হাজার ৯৫, বাম-কংগ্রেস ১৫ হাজার ০৭ ভোট। যদিও কমিশন সূত্রে বলা হয়েছে, এই ভোটগণনার সঙ্গে কমিশনের দফতরে আগুনের সম্পর্ক নেই। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)