দিন ভর তল্লাশির পর সন্ধ্যায় সন্দীপ ঘোষের (Sandip Ghosh) বেলেঘাটার বাড়ি থেকে বের হলেন ইডি আধিকারিকেরা। প্রায় সাড়ে ৯ ঘণ্টা আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে তদন্ত চালিয়ে একে একে বের হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টর। শুক্রবার একযোগে সন্দীপ ঘনিষ্ঠ রাজ্যের ১১টি জায়গায় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন ইডির হাতে গ্রেফতার হয়েছেন সন্দীপের পিএ বলে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়। তল্লাশির মাঝেই দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ে প্রাক্তন অধ্যক্ষের নামে একটি বাংলোর (Sandip Ghosh Bungalow) হদিস মিলল। কয়েক শো বিঘা জুড়ে তৈরি হওয়া ওই পেল্লাই বাংলোর নাম 'সঙ্গীতাসন্দীপ ভিলা'। চারিদিক পাঁচিলে ঘেরা মাঝে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সবুজ রঙের ওই বাংলোটি।

সন্দীপ ঘোষের বাড়ি থেকে বের হচ্ছেন ইডি আধিকারিকেরা...  

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)