উত্তর কলকাতার টালা প্রত্যয় পুজো কমিটি , বর্জ্যব্যবস্থাপনায় অভিনব এক  উদ্যোগ নিয়েছে।পুজোর দিনগুলোতে  ব্যাপক হারে যে বর্জ্য তৈরি হয় , ছোটখাটো একটি  প্লান্টের সাহায্যে সেই  বর্জ্য নিষ্কাশন করা হবে। এর ফলে দৈনিক পাঁচটনের মত বর্জ্য ব্যবস্থাপনা  সম্ভব হবে। এই প্রকল্পের নাম করণ করা হয়েছে পরিবেশবান্ধব ইকোজেনিক হিসাবে ।

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। পুর ভবনে সাংবাদিকদের তিনি বলেন , পাইলট প্রকল্প  হিসাবে এই উদ্যোগ পুরোপুরি সফল হলে  কলকাতা পুরসভার পক্ষ  থেকে বর্জ্য ব্যবস্থাপনার এই প্লান্ট তৈরি  করা হবে।,এর ফলে পুরসভার জঞ্জাল অপসারণের কাজের ভার কমবে। বর্জ্য কোথায় ফেলারও  প্রয়োজন হবে না।পাশাপাশি এই ধরনের প্ল্যান্ট থেকে জ্বালানি শক্তি তৈরি সম্ভব বলেও  মেয়র জানিয়েছেন।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)