কলকাতা: বাংলার স্কুলগুলিতে প্রায় ২৬০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। কলকাতা হাইকোর্ট (Calcutta HC) ২০২৪ সালের ২২ এপ্রিল ২৫,৭৫৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। গতকাল সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই নির্দেশ বহাল রেখে রায় দিয়েছে।

নিয়োগ কেলেঙ্কারির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, ‘গতকাল ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায়ে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে। ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন একটি বেঞ্চ চূড়ান্ত রায় দিয়েছে। হাইকোর্ট যখন প্রাথমিকভাবে নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিল, তখন পশ্চিমবঙ্গ সরকার সহ ১২৬ জন আবেদনকারী সুপ্রিম কোর্টে আপিল দায়ের করেছিলেন যাতে হাইকোর্টের সিদ্ধান্ত বাতিল করার অনুরোধ করা হয়...।’

সম্বিত পাত্র কি বললেন দেখুন

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)