সিবিআইয়ের তদন্তে তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। যদিও তদন্তের গতি প্রকৃতি যেভাবে এগিয়েছে তাতে খুব একটা খুশি নন বিরোধীরা। শনিবার বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, আজ আদালত যে রায় দিয়েছে তাতে তাঁরা অসন্তুষ্ট। তাঁদের দৃঢ় বিশ্বাস, এই ঘটনায় সঞ্জয় রায় একা দোষী নন। কারণ তদন্তে এই তথ্য উঠে এসেছে যে যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গাটি ঘটনাস্থল নয়, অন্য কোথাও থেকে দেহ ওই ঘরে নিয়ে আসা হয়েছে। ফলে সঞ্জয় একা এই কাজ করতে পারে না। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে, সেখানে জানা যাবে এই ঘটনায় আর কাদের নাম রয়েছে। সঞ্জয়ের ফাঁসি হোক, কিন্তু এই ঘটনায় যারা যুক্ত তাঁদেরও শাস্তি পাওয়া উচিত।

দেখুন অগ্নিমিত্রার বক্তব্য

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)