Hilsa Fish: পুজোর আগে সুখবর। দুর্গাপুজোর মুখে বাংলায় আসছে বাংলাদেশের ইলিশ। বাংলাদেশের সরকার ভারতে ১,২০০ টন রফতানির সিদ্ধান্ত নিয়েছে। দুর্গাপুজো মানেই বাঙালির পাতে ইলিশ চাই-ই। উৎসবের মরসুমে সেই চাহিদা মেটাতেই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল ভারতে ইলিশ রপ্তানি করার। বাংলাদেশ সরকার ঘোষণা করেছে, এবারের দুর্গাপুজো উপলক্ষে ভারতে ১,২০০ টন ইলিশ মাছ রফতানি করা হবে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫০ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ১,০৪৮ টাকা)। বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় থেকে শর্তসাপেক্ষে এই রপ্তানির জন্য আনুষ্ঠানিক আদেশ জারি হয়েছে।
রফতানিতে আগ্রহী ব্যবসায়ীদের ১১ সেপ্টেম্বর পর্যন্ত হার্ড কপি আকারে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে আপডেটেড ট্রেড লাইসেন্স, ইআরসি সার্টিফিকেট, আয়কর সনদ, ভ্যাট সনদ, সেলস কন্ট্রাক্ট, মৎস্য মন্ত্রকের লাইসেন্স-সহ একাধিক প্রয়োজনীয় দলিল জমা দেওয়া বাধ্যতামূলক। উল্লেখ্য, গত বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। ২০১৭ সাল থেকে ইলিশ মাছ বাংলাদেশে জিওগ্রাফিকাল ইন্ডিকেশন (GI) পণ্য হিসেবে স্বীকৃত। আরও পড়ুন-অ্যামাজনে ধরা পড়ল বিশালাকার মাছ, দেখুন ভাইরাল ভিডিও
দেখুন খবরটি
#DurgaPuja | Bangladesh to export 1,200 tonnes hilsa to India
Bangladesh will export 1,200 tonnes of hilsa fish to India marking the upcoming Durga Puja. The Ministry of Commerce issued an order on Monday for the conditional export of hilsa fish at a minimum rate of USD 12.50… pic.twitter.com/HctS1e21dM
— DD News (@DDNewslive) September 8, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)