বুধবার ভরসন্ধ্যাবেলায় দীঘার (Digha) সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় সবে বাড়ছে। এমন সময় আকাশে দেখা গেল আলোর ঝলকানি। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ এমন দৃশ্য দেখা যায়। কৌতুহলিরা ততক্ষণে পকেট থেকে মোবাইল বের করে ভিডিয়ো রেকর্ড করা শুরু করে দেন। তবে এমন দৃশ্য আগে কখনও দেখেনি বলে দাবি দীঘার বাসিন্দারাও। ফলে আলোক রশ্মিটি আদৌ কীসের সেই নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। কিছুক্ষণ পড়ে অবশ্য জানা যায় আসল রহস্য। আসলে ওড়িশার চাঁদিপুরে ব্যালিস্টিক মিসাইল অগ্নি ৫-এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হচ্ছিল ভারতীয় সেনা তত্ত্বাবধানে। সেই মিসাইলের ঝলক দেখা যায় দীঘার আকাশেও। এই সংক্রান্ত নোটাম আগে থেকেই জারি করা ছিল বঙ্গোপসাগর উপকূল সংলগ্ন এলাকায়। সেই কারণে ২০-২১ অগাস্টে এই এলাকাগুলিতে নিষেধাজ্ঞা জারি রয়েছে বিমান চলাচলে।
দেখুন ভিডিয়ো
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)