মাইক্রোসফটের বিপত্তি নিয়ে এক্স প্ল্যাটফর্মে আপডেট দিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। কেন্দ্রীয় মন্ত্রী এক্স বার্তায় জানালেন, কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি দফতর মাইক্রোসফট ও তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কী কারণে এই সমস্যা তা চিহ্নিত করা গিয়েছে। এবং সেই সমস্যা ঠিক করতে আপডেটস রিলিজ করা হয়েছে। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT) এই বিষয়ে টেকনিক্যাল পরমার্শ দিয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।
জাতীয় তথ্য সেন্টার বা NIC-নেটওয়ার্ক প্রভাবিত হয়নি বলে তিনি জানান।
দেখুন খবরটি
MEITY is in touch with Microsoft and its associates regarding the global outage.
The reason for this outage has been identified and updates have been released to resolve the issue.
CERT is issuing a technical advisory.
NIC network is not affected.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) July 19, 2024
দেশে বিদেশের একাধিক ইউজার, যাঁরা মাইক্রোসফ্টের উইনডোজ ব্যবহার করেন, হঠৎ করে তাঁরা নিজেদের কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিনে নীল রঙের পাতা দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে নীল টিক চিহ্ন। মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা (Satya Nadella) নিজে বিষয়টি প্রকাশ করেন। মাইক্রোসফ্টের উইনডোজ খুললে সেখানে একটি মেসেজ দেখা যাচ্ছে শুক্রবার সকাল থেকে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)