পথ দেখালো কেরল। ভারতের প্রথম রাজ্য হিসেবে কেরলের স্কুলে ঢুকে পড়ল এআই শিক্ষিকা। মানে এবার থেকে কেরলের কিছু স্কুলে রোবট শিক্ষিকা পড়ুয়াদের পড়াশোনা করাবেন। 'সবজান্তা' রোবট শিক্ষিকা একেবারে শাড়ি পরে ক্লাসে ঢুকে বললেন, গুড মর্নিং। ইংরেজির পাশাপাশি মালয়ালাম ভাষাও তার জানা আছে।
অত্যাধুনিক আর্টফিসিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তিতে তৈরি হওয়া সেই শিক্ষিকা অবিকল মানুষের মত পড়ুয়াদের পড়াচ্ছে, প্রশ্নের উত্তর দিচ্ছে, দরকার হলে আদরও করে দিচ্ছে। কেরলের সেই রোবট শিক্ষিকার নাম 'আইরিস'(Iris)। তিনি দুনিয়ার সব কিছুই জানেন বলে ডেভেলপারদের দাবি।
দেখুন ভিডিয়ো
Kerala introduces its first generative Artificial Intelligence (AI) teacher 'Iris' pic.twitter.com/C73ax1d2nm
— OTV (@otvnews) March 5, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)