প্রয়াত ভারতীয় প্লেব্যাক গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) যাকে কেকে নামেই গোটা বিশ্ব চেনে ২৫ অক্টোবর সকালে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজেদের লোগো পরিবর্তন করল গুগল। গত কয়েক বছরে গুগল তাঁর ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে বিশ্বজুড়ে মহান ব্যক্তিদের। কখনও তাঁর ডুডলে এসেছে অলিম্পিক গেমস , বিশ্বকাপ ক্রিকেট এর স্পোর্টস ইভেন্ট ও । এবার সেই তালিকায় নাম উঠল ভারতের আট থেকে আশি সকলের প্রিয় গায়ক কেকে-র (Singer KK)।
১৯৬৮ সালের ২৩ অগস্ট জন্ম হয় কেকে-এর। একাধারে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম, মারাঠি, বাংলা, অসমীয়া, গুজরাতি ভাষায় গান গেয়েছেন কেকে। তাঁর প্রজন্মের অন্যতম সেরা শিল্পী হিসাবে চিহ্নিত হতেন তিনি। ৯০ দশক থেকে শুরু করে বর্তমান সময়েও যাঁর ছিল অনাবীল যাতায়াত। সঙ্গীত যার ধ্যান জ্ঞান সেই সঙ্গীতের মঞ্চেই ২০২২ সালের ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে শো করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
রইল গুগলের ডুডলে কেকের (Google Doodle Pay Tribute To KK) শ্রদ্ধার্ঘ্য-
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)