থাইল্যান্ড প্যারা-ব্যাডমিন্টন ইন্টারন্যাশনাল ২০২৩-এর পুরুষ সিঙ্গলসের ফাইনালে উঠেছেন ভারতের প্রমোদ ভগত। আর পুরুষ সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন সুকান্ত কদম। প্রমোদ ভগত লিগের সব ম্যাচ জিতেছেন এবং এসএল-৩ বিভাগের কোয়ার্টার ফাইনালে ইউক্রেনের ওলেক্সান্দ্র চিরকভকে স্ট্রেট সেটে পরাজিত করেছেন। ৩০ মিনিটের মধ্যে কোয়ার্টার ফাইনাল জিতে নেন পদ্মশ্রী পদকজয়ী এই শাটলার। শেষ পর্যন্ত স্কোর ২১-১৫, ২২-২০। সেমিফাইনালে জাপানের দাইসুকে ফুজিহারাকে ২১-১২, ২১-১৯ গেমে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের ড্যানিয়েল বেথেললের মুখোমুখি হবেন তিনি। অন্য দিকে, সুকান্ত কদমও তাঁর সিঙ্গলস লিগের সব ম্যাচ জিতে নিজের দুরন্ত ফর্মের পরিচয় দিয়েছেন। ৫০ মিনিটের লড়াইয়ে ভারতের নিলেশ বালু গায়কোয়াড়কে ২১-১৮, ১৮-২১, ২১-১৫ গেমে হারান তিনি। এখন সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের লুকাস মাজুর। পুরুষদের ডাবলসে ভগত ও কদমের সামনে এখন জাপানের জোও ডংজাই ও শিন কিয়ুং হোয়ান।
Ace shuttler #PramodBhagat made the final in men's singles SL-3 while #SukantKadam made it to the semifinals of the Thailand Para-Badminton International 2023 in their respective categories.
He won his quarterfinal in 30 minutes, the final score reading 21-15, 22-20.… pic.twitter.com/uYtykpnlUz
— IANS (@ians_india) May 13, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)