জাতীয় আন্ত:রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন্সশিপে নয়া রেকর্ড দেশের তারকা শট পুটার তেজিন্দার পাল সিং টুর ( Tejinderpal Singh Toor)-এর। নিজের রেকর্ড নিজেই ভেঙে শটপুটে তাজিন্দার ছুঁড়লেন ২১. ৭৭ মিটার। এতদিন এই রেকর্ডটা ছিল ২১.৪৯ মিটার। খুব স্বাভাবিকভাবেই এই দূরত্বটা ছুঁড়তে পারলে তিনি সেপ্টেম্বরে চিনের হাংঝাউতে হতে চলা এশিয়ান গেমসে সোনা জিতবেন।

প্রসঙ্গত, ২০২০ টোকিও অলিম্পিক গেমসে ২৩.৩০ মিটার ছুঁড়ে পুরুষদের শটপুটে সোনা জিতেছিলেন আমেরিকার রায়ান ক্রোউসার, ২২.৬৫ মিটার ছুঁড়ে রুপো জেতেন আমেরিকার শট পুটার জোয়ে কোভাকস, আর নিউ জিল্যান্ডের টম ওয়ালশ ব্রোঞ্জ জেতেন ২২.৪৭ মিটার ছুঁড়ে। পুরুষদের শটপুটে বিশ্বরেকর্ড হল ২৩.৩৭ মিটার দূরত্ব ছোঁড়া।

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)