দল ঘোষণা থেকে শুরু করে তাকে নিয়ে নানান বিতর্ক থাকলেও সকলের বিশ্বাস ছিল ২০১৯ বিশ্বকাপের মত আরেকটি অতিমানবীয় পারফরম্যান্স দেখাবেন সুপার সাকিব। কিন্তু অধিনায়কোচিত ইনিংস তো দূর সেরকম ভাবে পারফরম্যান্স দেখাতে পারেননি সাকিব। যার ফলে ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের বেদনাময় স্মৃতি এখনো উজ্জ্বল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে।  বিশ্বকাপের সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়ে টেস্ট আর ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় কিছুটা ক্ষতে প্রলেপ লাগিয়েছে। বিশ্বকাপ শেষে পেরিয়ে গেছে ১ মাসেরও বেশি সময়। এবার বিশ্বকাপের ব্যাপারে জানা গেল, চাঞ্চল্যকর এক তথ্য। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান চোখের সমস্যা নিয়েই খেলে গেছেন পুরো বিশ্বকাপে।

সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় গণমাধ্যম ক্রিকবাজ এর সঙ্গে সাক্ষাৎকারে এই বিষয়টি জানিয়েছেন সাকিব। এক ম্যাচ বা দুই ম্যাচ নয়, সাকিবের চোখের সমস্যা ছিল বিশ্বকাপের পুরোটা সময়েই।সাকিব আল হাসান ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘কেবল এক দুই ম্যাচ নয় বরং বিশ্বকাপের পুরোটা সময় জুড়েই এটি (চোখের সমস্যা) আমার হচ্ছিল। বল মোকাবেলা করার সময়য় আমার খুবই অস্বস্তি হচ্ছিল।’

পড়ুন বিস্তারিত-

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)