পেশাদার টেনিস থেকে অবসরের ঘোষণা করলেন সানিয়া মির্জা (Sania Mirza)। আগামী ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ ১০০০ (WTA 1000) ইভেন্টে অবসরের ঘোষণা করলেন ভারতীয় টেনিস তারকা। উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের (Women's Tennis Association) ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবসরের কথা জানিয়েছেন মির্জা। জানুয়ারিতে কাজাখস্তানের অ্যানা দানিলিনার (Anna Danilina) সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা ডাবলসে খেলবেন ৩৬ বছর বয়সী এই তারকা। গত বছর কনুইয়ের ইনজুরির কারণে ইউএস ওপেনে (US Open) খেলতে না পারার পর গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টে এটি তার শেষ ম্যাচ। ২০২২ মরশুমের শেষেই অবসর নেওয়ার কথা ভাবছিলেন মির্জা। কিন্তু অগস্টে কনুইয়ের চোটে ইউএস ওপেন থেকে ছিটকে যান তিনি। ২০০৫ সালে নিজের শহর হায়দরাবাদে প্রথম ভারতীয় হিসেবে ডব্লিউটিএ একক শিরোপা জেতেন মির্জা। ২০০৭ সালের মধ্যে তিনি শীর্ষ ৩০-এ উঠে আসেন।
Indian tennis player Sania Mirza confirms plan to #retire from professional #tennis after playing Women's Tennis Association (WTA) 1000 next month in Dubai@MirzaSania @WTA pic.twitter.com/rwmxbEkvu0
— DD News (@DDNewslive) January 7, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)