ঈশ্বরের প্রতি তাঁর আস্থা, ভক্তি চিরকালীন। সচিন তেন্ডুলকর (Sachin Tenulkar) তাঁর বর্ণময় ক্রিকেটার কেরিয়ারের পিছনে বাবা, মা, দাদা, স্ত্রী আর ভগবানের অবদানের কথা সব সময় বলেন। মারাঠি সচিনের গণেশ ভক্তির কথাও সবার জানা। প্রতিবারের মধ্যে এবারও গণেশ চতুর্থীতে মুম্বইয়ে নিজের বাড়িতে গণপতির আরাধনা করেন সচিন। নিজের বাড়িতে দেড় দিনের পুজোর পর গণেশের বিসর্জন দিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬৩টি ম্যাচ খেলে ১৮ হাজার ৪২৬ রানের মালিক।
সচিন তাঁর ঘরের গণপতির বিসর্জন করলেন পরিবেশ বান্ধব উপায়েই। বাড়ির জল ভর্তি বালতিতে ফুলে সাজিয়ে ভগবান গণেশের মূর্তিকে ডুবিয়ে বিসর্জন দিলেন ক্রিকেটের ঈশ্বর হিসেবে পরিচিত মাস্টার ব্লাস্টার। মুম্বইয়ের গণেশের বিসর্জনে জল দূষণের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব বিসর্জনে জোর দেওয়া হয়েছে।
গণেশ মূর্তির বিসর্জন সচিন তেন্ডুলকরের
बाप्पा, तुम्ही दिलेल्या आनंदाची, शांतीची आणि प्रेमाची आठवण कायम राहील. पुढच्या वर्षी लवकर या!
गणपती बाप्पा मोरया! मंगलमूर्ती मोरया! 🙏🏼 pic.twitter.com/OGrp6ISKCB
— Sachin Tendulkar (@sachin_rt) September 9, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)