Yash Dayal: এবারের আইপিএলের চ্যাম্পিয়ন্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ক্রিকেটার যশ দয়াল বিপদে পড়লেন। বিরাট কোহলির দলের তারকা পেসার যশ দয়ালের বিরুদ্ধে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে শোষণ করার অভিযোগ দায়ের করলেন গাজিয়াবাদের ২৭ বছরের এক মহিলা। গত ১৪ জুন অনলাইনে উত্তর প্রদেশ সরকারের পোর্টালে যশ দয়ালের বিরুদ্ধে এই অভিযোগ করেন গাজিয়াবাদের বাসিন্দা মহিলা। সংবাদমাধ্যমে প্রকাশ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অফিস থেকে এই বিষয়ে গাজিয়াবাদের ইন্দিরাপূরমের সার্কেল অফিসারের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আগামী ২১ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় যশ দয়াল শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের তারকা রিঙ্কু সিংয়ের কাছে টানা পাঁচটি বলে পাঁচটি ওভার বাউন্ডারি হজম করেন। তবে এবারের আইপিএলে দারুণ বল করে আরসিবি-র প্রথম আইপিএল চ্য়াম্পিয়ন হওয়ার কারিগর ছিলেন যশ দয়াল।

যশ দয়ালের বিরুদ্ধে মহিলার অভিযোগ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)