দল হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে ক দিন আগে টেস্ট সিরিজে দুরন্ত খেলেন পাক উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান। সেই রিজওয়ানকে এবার টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের সহ অধিনায়ক করা হল। আগামী ১২ জানুয়ারি থেকে অকল্যান্ডে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে খেলবে পাকিস্তান। সেই টি-২০ সিরিজে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। আর আফ্রিদির ডেপুটি হিসেবে থাকছেন রিজওয়ান।

আর ক মাস পরেই ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তার আগে কিউইদের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজ খুব গুরুত্বপূর্ণ আফ্রিদি-রিজওয়ানদের কাছে।

দেখুন ছবিতে

গত বছর অক্টোবরে ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে মহাব্যর্থতার পর তিন ধরনের ফর্ম্যাটে পাকিস্তানের অধিনায়ক পদ ছাড়েন বাবর আজম। এরপর পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্ব দেওয়া হয় শান মাসুদ ও টি টোয়েন্টি-তে শাহিন শাহ আফ্রিদিকে।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)