আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martínez)-কে দলে নিতে ঝাঁপাল ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United)। সদ্য সমাপ্ত মরসুমে প্রিমিয়র লিগে ১৫ নম্বরে শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেড এবার ঘুরকে দাঁড়াতে মরিয়া। লাল ম্যানচেস্টারের পর্তুগীজ কোচ রুবেন আমোরিম দলবদলের মরসুমে গোলকিপার,ডিফেন্ডার, মিডফিল্ডার ও স্ট্রাইকার এই চারটি পজিশনে ৬জন বিশ্বসেরাদের নিয়োগ করতে চান। আর ম্য়ানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেনের গোলকিপার হিসেবে প্রথম পছন্দ লিওনেল মেসিকে বিশ্বকাপ এনে দেওয়া মার্টিনেজ। গত মরসুমে অ্যাস্টন ভিলার গোলপোস্টের নিচে অবিশ্বাস্য কিছু সেভ করেন মার্টিনেজ। আগের চেয়ে মেজাজও নিয়ন্ত্রণও আনতে পেরেছেন। গত দুটি মরসুমে তাদের এক নম্বর পছন্দের গোলকিপার আন্দ্রে ওনানা-কে ছেড়ে দিচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে, আর অ্যাস্টন ভিলায় থাকছেন না ৩২ বছরের মার্টিনেজ। এবার তাই বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপারকে লাল ম্য়ানচেস্টারের গোলপোস্টের নিচে দেখার সম্ভাবনা প্রবল।
লাল ম্যানচেস্টারে মার্টিনেজ?
🚨🔴 News :
Manchester United have made contact with Emiliano Martínez. Andre Onana will leave, and they’re going after him. #MUFC
[@leoparadizo, @AlbicelesteTalk] pic.twitter.com/RofTGF2sFj
— Manchester United Daily (@UnitedHQ_5) June 14, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)