অনেকেই ভেবেছিলেন এবার আইপিএলে নাইট রাইডার্সে যোগ দেবেন গৌতম গম্বীর। গম্ভীরের নেতৃত্বেই দু বার আইপিএলের খেতাব জেতে শাহরুখ খানের দল। কিন্তু সব জল্পনা উড়িয়ে লখনৌ সুপার জায়েন্টসেই মেন্টর হিসেবে থেকে যাচ্ছেন গম্বীর। জল্পনা ছিল, আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রচারে সময় দিতে হবে বলে এবার আর আইপিএলে কোনও ফ্র্য়াঞ্চাইজির হয়েই কাজ করবেন না দিল্লির বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার। কিন্তু গম্ভীর শেষ অবধি নির্বাচনের বছরেও আইপিএলে গোয়েঙ্কার দলের হয়ে থাকছেন।

প্রসঙ্গত, আগামী মরসুমে লখনৌ সুপার জায়েন্টেসের কোচ হচ্ছেন জাস্টিন ল্যাঙ্গার। লোকেশ রাহুলের নেতৃত্বে খেলা লখনৌয়ের সহকারী কোচ হিসেবে থাকছেন শ্রীধরণ শ্রীরাম ও বিজয় দাহিয়া। বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মর্নি মর্কেল। ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জন্টি রোডস। স্পিন বোলিং  কোচের কাজ করবেন প্রবীন তাম্বে। পরামর্শদাতা হিসেবে থাকছেন এমএসকে প্রসাদ। লখনৌয়ের কোচিং স্টাফে গম্ভীর থাকছেন মেন্টর হিসেবে। গত দু'বার আইপিএলে খেলে দুবারই প্লে অফে উঠছে লখনৌ।

দেখুন টুইট

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)