LSG vs SRH: সোমবার লখনৌয়ে সান রাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ঋষভ পন্থ-রা করলেন ৭ উইকেটে ২০৫ রান। লখনৌয়ের (Lucknow Super Giants)-এর তিন তারকা বিদেশীই ব্যাটাররাই যা করার করলেন। দুই অজি ওপেনার মিচেল মার্শ ও আইডেন মার্করাম শুরুটা দারুণ করেন। অজি-প্রোটিয়া ব্যাটারদের ওপেনিং জুটিতে ৬৯ বলে ওঠে ১১৫ রান। ৩৯ বলে ৬৫ রান করে আউট হন মিচেল মার্শ। তিনে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হলেন অধিনায়ক ঋষভ পন্থ। ২৭ কোটির পন্থ ৬ বলে ৭ রান করে আউট হন।
কিছুক্ষণ পর ৩৮ বলে ৬১ রান করে আউট হন মার্করাম। চারে নেমে ক্যারিবিয়ান তারকা নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলে দলের রানকে দুশো পাড় করতে সাহায্য করেন। এদিন লখনৌয়ের কোনও ভারতীয় ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সান রাইজার্সের লঙ্কান পেসার এশান মালিঙ্গা দুটি উইকেট নেন।
বড় রান লখনৌয়ের
After a fiery start by #LSG, the #SRH bowlers tightened the screws in the middle overs. 💪 Will #LSG defend the total and keep their #IPLRace2Playoffs hopes alive? 🤔
Watch the LIVE action ➡ https://t.co/qihxZlIhqW #IPLRace2Playoffs 👉 #LSGvSRH | LIVE NOW on Star Sports… pic.twitter.com/tI7MALABB9
— Star Sports (@StarSportsIndia) May 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)