দিল্লিতে ভারতীয় কুস্তিগিরদের ওপর পুলিশের হেনস্থার ঘটনায় গর্জে উঠলেন ব্যক্তিগত বিভাগে স্বাধীন ভারতের প্রথম অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা (Abhinav Bindra)। ২০০৮ বেজিং অলিম্পিকের শ্যুটিংয়ে সোনা জয়ী বিন্দ্রা টুইটারে লিখলেন,"যেভাবে আমার সহযোগী কুস্তিগিরদের মারা হল সেটা সত্য়িই ভয়াবহ। গতরাতে আমি ঘুমোতে পারিনি। এটাই সেরা সময় যখন ক্রীড়া সংস্থাগুলিতে নিরপেক্ষ সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যদি এমন পরিস্থিতি আসে, তাহলে আমাদের ক্রীড়াবিদদের কথা সংবেদনশীলতা ও সম্মানের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রত্যেক ক্রীড়াবিদ সুরক্ষিত এবং ক্ষমতায়নের পরিবেশ আশা করে।"
দেশের কোনও ক্রিকেটাররা এই ইস্যুতে মুখ না খুললেও টোকিও অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়ে টুইট করেছেন।
দেখুন বিন্দ্রার টুইট
Last night was sleepless, haunted by the horrifying images of my fellow Indian wrestlers protesting. It's high time we establish independent safeguarding measures across sporting organizations. We must ensure that if such situations arise, they are dealt with utmost sensitivity…
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) May 29, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)