শুভমন গিলের দুর্ধর্ষ পাল্টা শতরানে গুজরাট টাইটান্সের (Gujrat Titans) কাছে ম্যাচ হেরে আইপিএলের প্লে-অফের সমীকরণ থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (Royal Challengers Bangalore) বিদায় নিতে হলেও ২২গজে যে এখনও বিরাটের ব্যাটিং-বিক্রম যে একই উচ্চমার্গের, সেটা বুঝিয়ে দিয়েছেন কোহলি। ৭ই জুন থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর সেখানে যে ভারত নির্ভর করে আছে বিরাটের ওপরে তা বলাই যায়। তবে গতকালের (২১ মে) গুজরাট ম্যাচে বিরাটের চোটে চোখ কপালে উঠেছে অনেকের। তবে রয়াল চ্যালেঞ্জার বেঙ্গালুরু RoyalChallengersBangalore)-র প্রধান কোচ সঞ্জয় বাঙ্গার(Sanjay Bangar) নিশ্চিত করেছেন যে বিরাট কোহলির চোট গুরুতর নয়। রবিবার গুজরাট টাইটান্সের (GujaratTitans)-এর বিরুদ্ধে খেলার সময় বিজয় শঙ্করের ক্যাচ নিতে গিয়ে হাঁটুতে চোট পান বিরাট, অনেকক্ষণ বসে থাকার পর ফিজিওর সঙ্গে তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যান তিনি। বাকিটা সময় ডাগ আউটে বসে থাকতে দেখা যায় তাঁকে। তবে সেই চোট কতটা তা এখনও জানা যায় নি।শুধু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নয় , এরপর এশিয়া কাপ এবং তারপর ৫০ ওভারের বিশ্বকাপেও রোহিতের ঘোড়া বিরাট। তাই এই চোট নিয়ে চিন্তিত গোটা দেশ।
IPL 2023: "Virat Kohli had a niggle in his knee, it isn't anything serious," says RCB head coach Sanjay Bangar
Read @ANI Story | https://t.co/A6yslEcevM
#ViratKohli #RCBvsGT #cricket pic.twitter.com/zV8LUeD30n
— ANI Digital (@ani_digital) May 22, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)