একদিনের সিরিজ থেকে বাদ পড়েছিলেন আগেই এবার টি টোয়েন্টি সিরিজেও তাঁকে বাদ দিয়ে দল ঘোষণা করল চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক মণ্ডলী।টি-টোয়েন্টি সিরিজ একদমই ভাল যায়নি বিরাটের। ওয়ান ডে সিরিজের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন প্রথম ম্যাচ থেকে।  দ্বিতীয় ম্যাচেও হয়ত মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য কোহলিকে বিশ্রামে পাঠানো হল। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা, মহম্মদ শামিকেও। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ বার  টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিন।এ বার দলে ফিরলেন তিনি।

১৭ সদস্যের ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং , কে এল রাহুল, কুলদীপ যাদব।কে এল রাহুল ও কুলদীপ যাদব কে ১৮ জনের দলে রাখা হলেও তাদের ফিটনেসের দিকে নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ২৯ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৭ অগাস্ট পর্যন্ত।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)